Posts

Showing posts from October, 2017

অর্থ, কালো টাকা, বিমুদ্রাকরণ

আমার এই প্রবন্ধটি অত্যধিক দীর্ঘ হয়ে পড়ার কারনে আমি এই প্রবন্ধটিকে মূলতঃ কয়েকটি পর্যায়ে বা পরিচ্ছেদে ভাগ করতে বাধ্য হয়েছি। অন্যথায় পাঠকদের ধৈর্যচ্যুতি ঘটতে পারে। কারণ অনেক চেষ্টা করা সত্ত্বেও আমি এই অত্যন্ত নীরস ও বিশ্লেষণধর্মী বিষয়টিকে সাধারন non-technical পাঠকদের জন্য যথেষ্ট সুখপাঠ্য করে তুলতে পারি নি। পর্যায়গুলি এইরকম : ক) মুখবন্ধ খ) নতুন দৃষ্টিকোণ থেকে "অর্থ" বা "টাকা"-র সংজ্ঞা নির্ণয় গ) "কালো টাকা"-র প্রকারভেদ ও কারন ঘ) সাধারণভাবে "ডিমনিটাইজেশন"-এর উদ্দেশ্য ও তার সাফল্য-ব্যর্থতার মানদণ্ড ঙ) ডিমনিটাইজেশনের পূর্বশর্ত এবং কোন্ কোন্ পরিস্থিতিতে ডিমনিটাইজেশন ব্যর্থ হওয়ার সম্ভাবনা চ) ভারতবর্ষে ২০১৬ সালের ডিমনিটাইজেশনের কারন, পরিস্থিতি ও উদ্দেশ্য ছ) ভবিষ্যতে ভারতবর্ষে পুনরায় ডিমনিটাইজেশন হওয়ার সম্ভাবনা ও তার সম্ভাব্য পূর্বশর্ত জ) উপসংহার । যদিও আমি চেষ্টা করছি যে চিন্তাশীল পাঠকের যেন এটি ভাল লাগে ও তাঁরা কিছু নতুন চিন্তার খোরাক পান, তবু যদি কারো এই লেখার কোনো অংশ একঘেয়ে বা বিরক্তিকর মনে হয় তবে তাঁরা যেন প...