Posts

Showing posts from November, 2017

আন্তঃরাজ্য transaction ঘোটালা

'ক'শেঠ হলেন মহারাষ্ট্রের উৎপাদক। তিনি তাঁর উৎপাদিত পণ্য বিক্রি করলেন 'খ'শেঠ নামের মহারাষ্ট্রেরই আরেকজন হোলসেলারকে। 'গ'বাবু নামের একজন পশ্চিমবঙ্গের ব্যাবসাদার কাম ইমপোর্টার-রিটেলার সেই পণ্য 'খ'শেঠের কাছ থেকে কিনে পশ্চিমবঙ্গে নিয়ে এলেন। সবশেষে 'ঘ'বাবু নামক পশ্চিমবঙ্গের একজন সাধারণ ক্রেতা-উপভোক্তা সেই পণ্য 'গ'বাবুর কাছ থেকে কিনলেন নিজের ব্যবহার বা উপভোগের জন্য।  ধরে নেওয়া যাক, পণ্যটির জন্য 'ক'শেঠের ঠিক করা মূল বিক্রয়মূল্য হল 100 টাকা ( including profit) , প্রত্যেক ব্যবসায়ীর profitability 20% (অর্থাৎ profit = 20% of purchase price), pre-GST তে পণ্যটির উপর CENVAT ছিল 15%, CST ছিল 2%,  মহারাষ্ট্র State VAT ছিল 14% আর পশ্চিমবঙ্গ State VAT ছিল 15%। আরো ধরা যাক GST-তে পণ্যটির উপর tax rate ঠিক করা হয়েছে 28%। এবার আমরা নিচের তিনটি case একটু বিশ্লেষণ করে দেখি GST-র ফলে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ সরকারের, ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের কতটা লাভ বা ক্ষতি হবার কথা আর বাস্তবে কি হচ্ছে।  Case - 1 : প্রাক-GST কি হতো। 'ক