Posts

Showing posts from January, 2019

আনন্দ-তঞ্চক

#ভূমিকা আনন্দবাজারের সম্পাদকীয় যখন, তখন রসিকতাই বটে। কাজেই, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারকে বিষয়বস্তু করিয়া আনন্দগণ যে একটি সম্পাদকীয় লিখিতে বসিয়া গেল তাহা প্রধানমন্ত্রীর উত্তরসমূহ উহাদের মোক্ষম গাত্রদাহ উৎপাদন করিয়াছে বলিয়াই কিনা, সে প্রশ্ন নৈব নৈব চ। প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার আনন্দগণের বুকে কতখানি বাজিয়াছে, সে-ই আলোচনাও বকেয়া থাকুক। আনন্দবাজারের ন্যায় যে সকল কুখ্যাত মিডিয়াকুল গণমাধ্যমের মুখোশের আড়াল হইতে বিশেষ বিশেষ রাজনৈতিক দলের মুখপত্র হিসাবে কার্য করিয়া দিন গুজরান করিতেছে, মিডিয়া সাক্ষাৎকারে নরেন্দ্র মোদীর সহজ, বাস্তবমুখী রাজনৈতিক অভিব্যক্তি দেখিয়া তাহারা কতখানি স্নায়ুচাপে পড়িয়াছে এবং তাহা দেখিয়া জাতীয়তাবাদী পাঠককুল কতখানি আহ্লাদিত হইয়া থাকিতে পারে, সে আলোচনাও নহে। #শবরীমালাবনামতিনতালাক তবে একটি প্রশ্ন না করিলেই নহে। আনন্দগণ নিজেরা কি নিজেদের প্রতিবেদন পড়িয়া থাকেন? তিন তালাকের ন্যায় একটি সঙ্ঘবদ্ধ সামাজিক হিংস্রতার সহিত শবরীমালা মন্দিরের একটি সাধারণ ধর্মীয় রীতির তুলনা করিবার সময় আনন্দগণের হেঁচকি উঠিল না? ‘তিন তালাক’ প্রথা একজন মহিলাকে সমস্ত জীবন স্বস্তিতে