Posts

Showing posts from July, 2017

A Tale of Terrorism

গত কয়েকদিন আগে একটা প্রশ্ন রেখেছিলাম। Keeping in mind the reiterated rhetoric that terrorists have no religion (which I too, personally believe) why, in reality do we find that the Muslims exhibit greater tendency & higher probability to convert into terrorists all over the globe? Since terrorist organizations target people from all the spheres of the society, why are the Muslims proven to be more vulnerable to fall prey? এই প্রশ্নের উত্তরে, বহু বন্ধু বহুভাবে আমাকে enlighten করেছেন। অনেক মুসলমান এবং অনেক অমুসলমানরা আমাকে সমর্থন জানিয়েছেন, আবার অনেকে জানিয়ে দিয়েছেন যে আমি কৌশলে বিদ্বেষ ছড়াতে চাইছি। কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়ে খোলাখুলি আলোচনা করলেই একমাত্র তা সকলের জন্য মঙ্গলজনক, এমনকি, মুসলমানদের জন্যও। আমি বিশ্বাস করি মানুষের প্রতি বিদ্বেষ ছড়ানো উচিত নয়, কিন্তু কুকর্ম এবং পাপের নাশ করতে গেলে প্রথমতঃ প্রয়োজন সেই পাপের অস্তিত্ব এবং তার প্রকৃতি সম্বন্ধে সচেতন থাকা। আর সচেতনতা আসতে পারে একমাত্র তথ্য ও মুক্ত চিন্তার মাধ্যমে সেই তথ্যের বিশ্লেষণের দ্বারা। তাকে বিদ্বেষ ছড়া

স্বপ্ন রবীন্দ্র

আজ বড় সকাল সকাল ঘুম ভাঙল এক অদ্ভুত স্বপ্ন দেখে। ভোরের দিকে, আবছা হয়ে আসা ঘুমের ঘোরে কাকে দেখলাম জানেন? রবীন্দ্রনাথ। কি যেন বলছিলেন ক্রান্তদর্শী, তার সবটা বুঝতে পারিনি, যদিও তাঁর কথার অর্থ সম্যক বুঝতে পারব এমন আশাও করি নি। স্বপ্নের ঘোরে ওঁর ভাষা, আমার অনুলিখন। তাই এতে যা কিছু ভ্রান্তি, তা নিতান্তই এই অধমের। "ইহা আমারই ব্যর্থতা যে এত দূর পর্যন্ত আমি দেখিতে পাই নাই। ভাবিয়াছিলাম, "কিছু মিটাইব প্রকাশের ব্যথা"! কিন্তু তাহা হয় নাই! প্রকাশের ব্যথা দূর হইবার পরিবর্তে প্রকাশের প্রয়োজনই দূরীভূত হইয়াছে। কেহই কাহারও নিকট আজ আর কোন কিছুই প্রকাশ করিতেছে না, সকলে সকলকে কেবলই উত্তমমধ্যম গালি পারিতেছে। প্রবল যন্ত্রণা বুঝিবা সহ্য করিয়া লওয়া যায়। কিন্তু এই প্রকার অসার যন্ত্রণাহীনতার যন্ত্রণা? তাহা কি সহে? আজ মনে হইতেছে, ইহাও পরমেশ্বরেরই লীলা। আমাকে তিনি আমার আলোকময় সোনার বাংলার এমন নিকষ আঁধারের উপলক্ষ্য করিয়াছেন। আমার প্রকাশের তাড়না সকল মাটির মানুষের প্রকাশের ক্ষমতাই কাড়িয়া লইয়াছে। ইহা আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য তাহা বুঝি নে।  ভাবিয়াছিলাম, "সংসার মাঝে দু একটি