Posts

Showing posts from December, 2019

হিন্দুবিদ্বেষী হিন্দু বাঙালী সুযোগ পাক হিন্দু পদবী ত্যাগ করার

হিন্দুবিদ্বেষী হিন্দু বাঙালীর কি হিন্দুসমাজ থেকে বেরিয়ে যাওয়ার একটি  অপশন পাওয়া উচিত নয়? হিন্দু, মুসলমান বা খ্রীষ্টান নয়, কেবল একটি মানুষ হিসেবে বাঁচার অধিকার তাদের পাওয়ার কি অধিকার নেই? অবশ্যই থাকা উচিত। সেক্ষেত্রে অবশ্য তাদের পিতৃপুরুষের পদবী তাদের ছাড়তে হবে। কারণ পদবীর মধ্যে আছে না-জানি কত প্রাচীন তার ধর্ম-সাংস্কৃতিক পরিচিতি। তার আচরণ, বোধ, চিন্তনেও আছে তার সেই সংস্কৃতিরই প্রভাব। অর্থাৎ যে ধর্মের প্রতি তাদের বিদ্বেষ, সেই ধর্মের কাছেই তাদের ঋণ। ধর্ম মানে তো শুধু পুজোআচ্চা নয়, ধর্ম মানে শিক্ষা, সংস্কৃতি, অনুভূতি, উপলব্ধি, মনন। আজ যে হিন্দুধর্মের উদারতার শিক্ষায় বলীয়ান হয়ে হিন্দুধর্মের প্রতি আক্রমণাত্মক হচ্ছেন তাঁরা, এবং যারা যুগের পর যুগ ধরে হিন্দুধর্মকে শেষ করে দিতে চেয়েছে, চাইছে, পরোক্ষে তাদের হাত শক্ত করছেন, সেই হিন্দুধর্মের পরিচয় থেকে বেরিয়ে যাওয়ার একটি সুযোগ তাদের অবশ্যপ্রাপ্য। হিন্দু পরিচয়বাহী বিশ্বমানব বাঙালীর হিন্দুবিদ্বেষ যেহেতু সত্য, তাই এই বিশ্বমানবদের হিন্দু সমাজ থেকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ দিয়ে দেখা উচিত তারা সে সুযোগ avail করে কি না। সরকার চাইলে

নাগরিকত্ব আইন, ইমরান খান ও মমতা বন্দ্যোপাধ্যায়

নাগরিকত্ব আইন ভারতের সংসদে পাশ হওয়ার পরেই টুইটারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সর্বপ্রথম প্রতিক্রিয়া দেখে যা মনে হয়েছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে সেই ধারনা সত্যি হল। ধারণা হয়েছিল যে ভারতীয় নাগরিকত্ব আইনের নতুন সংশোধনীটির বিষয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা ইউ এন এর দ্বারস্থ হতে চাইবেন পাক প্রধানমন্ত্রী এবং তা নিয়ে একটি রম্য প্রতিবেদন লিখেছিলাম। তারপর নাগরিকত্ব আইনটির মত সুন্দর একটি আইন নিয়ে ভারতের রাজনৈতিক পরিস্থিতি যখন দ্রুত উত্তপ্ত হয়ে উঠল, বিশেষতঃ পশ্চিমবঙ্গে যখন শুরু হল উন্মত্ত হিংসা, তখন আর প্রতিবেদনটি সেইসময় ব্লগে দিই নি। মনে হয়েছিল, এমন পরিবেশে রম্য প্রতিবেদন মানুষ হয়ত সম্যক উপভোগ করতে পারবেন না। কিন্তু আজ দিচ্ছি, কারণ যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার দেশজুড়ে শুরু হয়েছে নাগরিকত্ব আইনের মত একটি সর্বাঙ্গসুন্দর আইনের বিরুদ্ধে, এই রম্য প্রতিবেদন হয়ত সেই অযথা উত্তাপকে কিঞ্চিৎ হলেও প্রশমিত করতে পারবে। যে দাবী পাক প্রধানমন্ত্রী তুলবেন বলে ভেবেছিলাম, বাস্তবে দেখা গেল, অনুরূপ দাবী তুলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীই,