আন্তঃরাজ্য transaction ঘোটালা
'ক'শেঠ হলেন মহারাষ্ট্রের উৎপাদক। তিনি তাঁর উৎপাদিত পণ্য বিক্রি করলেন 'খ'শেঠ নামের মহারাষ্ট্রেরই আরেকজন হোলসেলারকে। 'গ'বাবু নামের একজন পশ্চিমবঙ্গের ব্যাবসাদার কাম ইমপোর্টার-রিটেলার সেই পণ্য 'খ'শেঠের কাছ থেকে কিনে পশ্চিমবঙ্গে নিয়ে এলেন। সবশেষে 'ঘ'বাবু নামক পশ্চিমবঙ্গের একজন সাধারণ ক্রেতা-উপভোক্তা সেই পণ্য 'গ'বাবুর কাছ থেকে কিনলেন নিজের ব্যবহার বা উপভোগের জন্য। ধরে নেওয়া যাক, পণ্যটির জন্য 'ক'শেঠের ঠিক করা মূল বিক্রয়মূল্য হল 100 টাকা ( including profit) , প্রত্যেক ব্যবসায়ীর profitability 20% (অর্থাৎ profit = 20% of purchase price), pre-GST তে পণ্যটির উপর CENVAT ছিল 15%, CST ছিল 2%, মহারাষ্ট্র State VAT ছিল 14% আর পশ্চিমবঙ্গ State VAT ছিল 15%। আরো ধরা যাক GST-তে পণ্যটির উপর tax rate ঠিক করা হয়েছে 28%। এবার আমরা নিচের তিনটি case একটু বিশ্লেষণ করে দেখি GST-র ফলে মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ সরকারের, ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের কতটা লাভ বা ক্ষতি হবার কথা আর বাস্তবে কি হচ্ছে। Case - 1 : প্রাক-GST কি হতো। 'ক...