Posts

Showing posts from February, 2018

'প্রগতিশীল' পশ্চিমবঙ্গ ও বাল্যবিবাহ

দুটো নিউজলিঙ্ক দেব। একটা ২০১৩ র আর আর একটা ২০১৭ র। প্রথমে ২০১৩ র টা পড়ুন। https://m.timesofindia.com/city/kolkata/54-marriages-in-West-Bengal-are-of-minors/articleshow/23014453.cms এই নিউজ অনুযায়ী, বাল্যবিবাহে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ ছিল দেশের মধ্যে যৌথ চতুর্থ। বিহার, রাজস্থান, ঝাড়খণ্ডের পরেই। আরও খেয়াল করুন, খবরটা ২০১৩ র হলেও যে সমীক্ষার ভিত্তিতে এই সংবাদ প্রকাশিত হয়েছে, তার তথ্য সংগৃহীত হয়েছিল ২০০৭- ০৮ সালে। অর্থাৎ ২০০৭-০৮ সালের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের মোট বিবাহের ৫৪.৭% বাল্যবিবাহ ছিল। আরও দেখুন, ১৫ বছর বয়স হওয়ার আগেই মা হয়েছে পশ্চিমবঙ্গে এমন বাচ্চামেয়ের সংখ্যা দেশের মধ্যে ছিল সেকেন্ড হায়েস্ট। ১ নম্বরে বিহার, সেখানে ৩১,৬৬৫ জন বালিকা মা, তারপরেই পশ্চিমবঙ্গ, ২৭,০৮২ জন বালিকা মা। এই নিউজলিঙ্ক অনুযায়ী "Malda is one of the top three districts in terms of child marriage. In a survey conducted by the Burdwan University using police findings, it was revealed that 42% percent of the total child marriages in Bengal take place at Malda," said a CID officer. ...