জেলাপ্রতি শরিয়তী আদালতের দাবী মৌলানাদের স্বার্থে
এই লেখাটি স্বস্তিকা ।। ১৩ শ্রাবণ - ১৪২৫।। ৩০ শে জুলাই ২০১৮ সংখ্যায় ছাপা হয়েছে। তাই লেখাটি আমার হলেও এর স্বত্ব স্বস্তিকারই। মুসলমানদের জীবনদর্শন ও ধর্মবোধমধ্যে যতদূর বোঝা যায়, নিজেদের জীবনধারণ, জৈবিকতাপালন ও সাম্রাজ্যবিস্তার ভিন্ন গভীরতর ও বিস্তৃততর জীবনের সন্ধান নেই। মহাবিশ্বের মূল সৃষ্টিসূত্রের সাথে নিজেকে সংযুক্ত করবার নিরলস প্রয়াস, যা মানবকে মনুষ্যোন্নত করে তোলে, তা বোধ করি তাদের নেই। ফলে তারা যে কাজই করুক, তার পিছনে তাদের নিজস্ব জীবন ও জৈবিকতাসংক্রান্ত অথবা নিজবর্গের বিস্তার সংক্রান্ত কোনোপ্রকার উদ্দেশ্য থাকবে, এ-ই স্বাভাবিক বলে মনে হয়। এই কারণেই ভাবা প্রয়োজন, AIMPLB যে প্রতি জেলায় শরিয়তী আদালত দাবী করল, তার প্রকৃত সম্ভাব্য কারণ কি হতে পারে। কেবলমাত্র ভারতীয় মুসলমানদের মেরুকরণ করাই তাঁদের উদ্দেশ্য, এমনটা বোধ হয় নয়, কারণ কংগ্রেস বা অন্যান্য সেকুলার দলগুলি তাঁদের মেরুকরণের উদ্যোগকে সমর্থন জানিয়ে দিলে AIMPLB র যত না লাভ হবে, সেই দলগুলির লাভ হবে তার চেয়ে অনেক বেশি। অর্থাৎ কেবলমাত্র অন্যান্য সেকুলার দলগুলির নির্বাচনী অঙ্কের সুবিধে করে দিয়ে, তাদের কাছ থেকে কিছু আদায় করার মত সামান্য প...