রবীন্দ্রস্মরণ ২০১৯
একটি জাতির উন্নতি করিবার অন্যতম শর্ত হইল যে সেই উন্নতিকে সর্বত্রগামী হইতে হইবে। জাতির কিছু মানুষের অপরিসীম অগ্রসরণ সে জাতির সামগ্রিক অহংকারকে পুষ্ট করিলেও জাতির সাধারণ্যের তাহাতে উপকার হয় না। বরং উক্ত অহংকার সে জাতির সাধারণ্যের উন্নতির পথে প্রধান বাধা হইয়া দাঁড়ায়। সাধারণ বাঙালী রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিম, সুভাষ ও আরো অন্যান্য মনীষীগণের প্রভায় আপনাকেও দীপ্ত মনে করে বলিয়াই আপন দীপ্তি অর্জন করিবার একাগ্রতা বা সমষ্টিগত উদ্যম তাহার নাই। বাঙালী তাই জাতিগত উন্নতির কথা না ভাবিয়া চিরকাল ব্যক্তিস্তরে উন্নতির কথা ভাবিয়া আসিয়াছে। এক বাঙালী এক'শত হইয়াছে, এক'শত বাঙালী কদাপি এক হইতে পারে নাই। তাহার সেই একার্থপরতায় ও সেই আকাশকুসুম অহংকারের অগ্নিতে ঘৃতাহুতি দিয়া তাহার সেই অহংকারকে আরও বৃদ্ধি করিয়া তুলিয়াছে দুর্জনে। বাঙালীর শত্রু বাঙালীর মস্তিষ্ক প্রক্ষালন করিয়াছে যে তুমি আপনি সুন্দর, তুমি অনন্যসাধারণ, তোমার সহিত অন্য জাতির তুলনা চলে না। আর দুর্জনের এমন তোষণে তুষ্ট হইয়া বাঙালী সত্যই বিশ্বাস করিয়াছে সে শ্রেষ্ঠ। যে ব্যক্তি বা জাতি আপনাকে শ্রেষ্ঠ বলিয়া সততই বিশ্বাস করে, তাহা...