'পাঠান': মাটিতে ব্যর্থ কাগজে সফল
একে 26 শে জানুয়ারি তায় সরস্বতী পুজো। নিউটাউন অ্যাক্সিস মল 'বায়োস্কোপ'এ গতকাল ছিল প্রচুর ভিড়। যে কেউ যে কোনো সময় সিনেমা হলে এলেই যেন পাঠান দেখতে পারে সে বন্দোবস্ত পাকা করার জন্য 'বায়োস্কোপ'এ চলছে পাঠানের সতেরোটি শো। একটি শো শুরু হচ্ছে সকাল দশটায় তো দ্বিতীয় শো সাড়ে দশটায়, তারপর এগারোটা, বারোটা, বারোটা পঁয়তাল্লিশ, একটা পনেরো, একটা পঁয়তাল্লিশ, সাড়ে তিনটে, চারটে, চারটে পঁয়ত্রিশ, ছ’টা কুড়ি, ছ’টা পঞ্চাশ, সাতটা পঁচিশ, ন’টা দশ, ন’টা চল্লিশ, দশটা, দশটা কুড়ি ইত্যাদি মোট সতেরোটা। এ হেন 'বায়োস্কোপ'এ স্ত্রী’কে নিয়ে এক ভদ্রলোক এসেছিলেন ‘প্রজাপতি’র টিকিট কাটতে। কথাবার্তা শুনে বোঝা গেল যে টিকিট কাটবেন চারটে। কিন্তু ‘প্রজাপতি’র শো হাউসফুল, তাই টিকিট কাউন্টার থেকে তাঁদেরকে সাজেস্ট করা হল ‘পাঠান’ দেখতে। অর্থাৎ হল মালিকদেরকেও দেখা গেল ‘পাঠান’ 'পুশ' করতে। সে যাই হোক, সামান্য গাঁইগুঁই করে ভদ্রলোকও রাজী হয়ে গেলেন 'পাঠান' দেখতে। স্ত্রী’কে বললেন “বাড়িতে ফোন করে মা’কে বুঝিয়ে বলো যে 'প্রজাপতি'র নয় পাওয়া গিয়েছে একটা হিন্দি সিনেমার টিকিট, কিন্ত...