স্বদেশী আন্দোলন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ইফতার, উমর খালিদ ও রামনবমী
ভারী উৎসাহিত হয়ে ছেলেগুলো ভেবেছিল সত্যিই বুঝি বা অনুমতি মিলল রামনবমী পালনের । মানে যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে আর কি ! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল সৌরভ বোসের লেখা আবেদনপত্রে গত 12 ই এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রাপ্তিস্বীকারের সিলমোহর । রেজিস্ট্রার ম্যাডাম 12 তারিখেই আবেদনপত্রে নোট দিয়েছিলেন প্রো ভাইস চ্যান্সেলরের দৃষ্টি আকর্ষণ করে , অতঃপর 15 তারিখের মিটিং ’ এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের 3 নং গেটের কাছে রামনবমী উদযাপনের মৌখিক অনুমতি ছেলেগুলোকে দিয়েছিলেন প্রো ভিসি । সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া আবেদনপত্রের ছবির উপরে দৃশ্যমান ছিল প্রো ভিসির নোট — “ রেজিস্ট্রার ম্যাডাম , প্লিজ ডু দ্য নিডফুল অ্যাজ ডিসকাসড্ ইন দ্য মিটিং ” । এ হেন নোটে রামনবমী উদযাপনের অনুমতি যে দেওয়া হয়েছে তার ইঙ্গিত থাকলেও লিখিত উল্লেখ ছিল না । কিন্তু অনুমোদন - প্রার্থী ছাত্ররা সেই গ্লিচটিকে হয়ত গুরুত্ব দেয় নি , তারা প্রো ভিসির মৌখিক সম্মতিকেই গ্রহন করেছিল এবং তাদের দিক থেকে চিন্তা ...