Posts

Showing posts from June, 2018

আজাদ কাশ্মীর: এক অবাস্তব মরীচিকা

এই ব্লগ যখন লিখেছিলাম, অর্থাৎ জুন, ২০১৮য়, সেই সময়ের চেয়ে বর্তমান সময়ে অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি, ২০১৯ এ #PulwamaAttack এর পরে এর প্রাসঙ্গিকতা ঢের বেড়ে গিয়েছে। ২০১৮র জুন মাসে কাশ্মীরে সেনাবাহিনী গুলি চালিয়েছিল টেররিস্টদের উপর। তখন শ্রী গুলাম নবী আজাদ ক্রমাগত বলে চলেছিলেন যে ভিড়ভাট্টাপূর্ণ জায়গায় আর্মি ফায়ারিং এ টেররিস্টের সঙ্গে মারা যায় কমন সিভিলিয়ানও এবং এটা উনি চান না। ঠিকই। কেউই চায় না। কিন্তু তা বলে কি টেররিজম্ এর সঙ্গে যুদ্ধই বন্ধ করে দিতে হবে? কিন্তু ওঁর কথা থেকে এটাও পরিষ্কার যে কাশ্মীরে তার মানে ভিড়ভাট্টার মধ্যেই লুকিয়ে থাকে টেররিস্টও। তার মানে এ-ও দাঁড়ায় যে সাধারণ কাশ্মীরি সিভিলিয়ান জেনে হোক, না জেনে হোক, টেররিস্টদেরকে ভিড়ে আশ্রয় দেয় বা দিতে বাধ্য হয়। এর কারণ বোধ হয় এই যে, কাশ্মীরে টেররিস্ট সংখ্যায় প্রচুর এবং কাশ্মীরের অধিকাংশ সাধারণ মানুষের দৃষ্টিতে টেররিস্ট হওয়া হয়ত কোনো বিশেষ নিন্দনীয় কিছু বলেও গণ্য হয় না, বরং একটি সাধারণ ঘটনা বলেই treated হয়। টেররিস্টরা হয়ত অনেক কমন সিভিলিয়ানদের কাছেই স্বাধীনতাসংগ্রামীর মর্যাদা পায়। সেই কারণেই হয়ত যে কোনো সময়, যে কোনো জায়গায়, স...

নব্য কথামালা: শেয়াল ও সারসের গল্প

কথামালার ঐ গল্পটি মনে আছে? সেই সারস আর শেয়ালের বন্ধুত্বের গল্পটা? দুষ্ট, ধূর্ত শেয়াল সারসকে অপমান করার জন্য বাড়িতে নিমন্ত্রণ করে চ্যাপটা থালায় খাদ্য পরিবেশন করেছিল। ঠিক যেমন থালায় খেতে শেয়ালের সুবিধা হয় আর কি! সারস তার লম্বা ঠোঁট দিয়ে চ্যাটালো থালা থেকে কিছুই গ্রহন করতে পারে না। কিন্তু অপমান হজম করে নেয় এবং শেয়ালের কাছে তার আয়োজনের ভূয়সী প্রশংসা করে ও শেয়ালকে একদিন তার বাড়িতে পাল্টা নিমন্ত্রণ করে ফিরে আসে। এবার শেয়াল যেদিন সারসের বাড়িতে এসে হাজির হয়, সেদিন সারস কলসীর মধ্যে খাদ্য পরিবেশন করে। তার নিজের তাতেই সুবিধা এবং সারস কলসীর মধ্যে লম্বা ঠোঁট ঢুকিয়ে খাবার আদ্যন্ত উপভোগ করে কিন্তু শেয়াল কিছুই খেতে পারে না কারণ কলসীতে শেয়ালের মুখই ঢোকে না। কিন্তু এবার পাল্টা কিল খেয়ে কিল হজম করা ছাড়া শেয়ালের কিছু করার থাকে না। শেয়ালকেও কিছু না খেয়েই নিজের সম্মানরক্ষার্থে সারসের আপ্যায়নের প্রশংসা করতে হয়। মনে পড়ছে? গল্পের নীতিকথাটি ছিল, শঠে শাঠ্যং সমাচরেৎ। বর্তমান ভারতবর্ষে শেয়ালের মত শঠের সংখ্যা নেহাৎ কম নয়, যারা স্বতঃপ্রণোদিত হয়ে সৎ জনসাধারণরূপী সারসের সঙ্গে শঠতা করেছে এবং যেখানে সুযোগ পাচ্ছে,...