ইকোনমিক স্লো-ডাউন: আমার ভাবনা
September 4, 2.06 pm চিদম্বরম স্যার CBI এর কাছে আটক, কর্ণাটকে কংগ্রেসের strongest manipulator ডি কে শিবকুমার স্যার ED র হাতে গ্রেফতার, তেলেঙ্গানায় কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী ম্যাডামের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৪ বছর আগেকার একটি জালিয়াতির অভিযোগে, ভারতীয় বামপন্থী ঐতিহাসিকদের মুকুটহীন সম্রাজ্ঞী, ভারতীয় ইতিহাসকে নেহরু পরিবারের প্লেটে পছন্দমত স্টাইলে সাজিয়ে দেওয়া রোমিলা থাপার ম্যাডামের JNU মৌরসীপাট্টা যেতে বসেছে, আর এতসব বিষযন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঝে মাঝেই 'GDP', 'GDP' বলে কঁকিয়ে উঠছে কম্যুনিস্টরা, নিন্দুকে যাদের বলে কংগ্রেসের দালাল। কং-কমি ইকোসিস্টেমে এত বছরের 'পুকুর চুরি' ভারতীয় সম্পদের এবং অর্থব্যবস্থার যে ক্ষতি করেছে, যা mend করার অনলস চেষ্টা করছে মোদী সরকার, তা থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে হবে তো! ওদিকে যত লোক GDP, GDP, GDP বলছে, তত লোক GDP'র full form, definition ইত্যাদি জানে কি? এই মুহূর্তে বামপন্থী ন্যারেটিভ এটাই। অনেকেই হয়ত জিজ্ঞেস করবেন বা ভাববেন ভারতীয় অর্থনীতির হাল কি আসলেই খারাপ হয় নি? উত্তর হল,...