Posts

Showing posts from September, 2019

ইকোনমিক স্লো-ডাউন: আমার ভাবনা

September 4, 2.06 pm চিদম্বরম স্যার CBI এর কাছে আটক, কর্ণাটকে কংগ্রেসের strongest manipulator ডি কে শিবকুমার স্যার ED র হাতে গ্রেফতার, তেলেঙ্গানায় কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরী ম্যাডামের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ৪ বছর আগেকার একটি জালিয়াতির অভিযোগে, ভারতীয় বামপন্থী ঐতিহাসিকদের মুকুটহীন সম্রাজ্ঞী, ভারতীয় ইতিহাসকে নেহরু পরিবারের প্লেটে পছন্দমত স্টাইলে সাজিয়ে দেওয়া রোমিলা থাপার ম্যাডামের JNU মৌরসীপাট্টা যেতে বসেছে, আর এতসব বিষযন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঝে মাঝেই 'GDP', 'GDP' বলে কঁকিয়ে উঠছে কম্যুনিস্টরা, নিন্দুকে যাদের বলে কংগ্রেসের দালাল। কং-কমি ইকোসিস্টেমে এত বছরের 'পুকুর চুরি' ভারতীয় সম্পদের এবং অর্থব্যবস্থার যে ক্ষতি করেছে, যা mend করার অনলস চেষ্টা করছে মোদী সরকার, তা থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাতে হবে তো! ওদিকে যত লোক GDP, GDP, GDP বলছে, তত লোক GDP'র full form, definition ইত্যাদি জানে কি? এই মুহূর্তে বামপন্থী ন্যারেটিভ এটাই। অনেকেই হয়ত জিজ্ঞেস করবেন বা ভাববেন ভারতীয় অর্থনীতির হাল কি আসলেই খারাপ হয় নি? উত্তর হল,...

কম্যুনিস্ট 'বাংলাপক্ষ': নতুন মোড়কে পুরোনো প্ল্যান/হিন্দুফোবিক হিন্দু বাঙালী: নতুন বোতলে পুরোনো মদ

গত পরশুদিন থেকে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যাতে সুজনবাবু বলেছেন, যে বাংলা এক সময় শ্রেষ্ঠ ছিল সেই বাংলাকে ভাগ করে নাকি দুর্বল করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। সুজন চক্রবর্তীর এ হেন বক্তব্য CPM এর বরাবরের standpoint. বস্তুতঃ আমরা জানি যে দ্বিজাতি তত্ত্বকে মান্যতা দিয়ে কম্যুনিস্ট পার্টি যখন পাকিস্তান গঠনের পক্ষে সওয়াল করেছিল, যখন বলেছিল পাকিস্তানের দাবী না মানলে ভারত স্বাধীন হবে না, তখন কম্যুনিস্ট পার্টি চেয়েছিল যে জিন্নাহর অতি সাধের কলকাতাসহ গোটা অবিভক্ত বঙ্গপ্রদেশই পাকিস্তানে যাক্। অর্থাৎ পরোক্ষে সুজনবাবুর predecessor রা চেয়েছিলেন হিন্দু বাঙালী হয় মরুক, নয় মুসলমান হোক। কিন্তু শ্যামাপ্রসাদ তাদের সেই পরিকল্পনায় তখনকার মত জল ঢেলে দিয়েছিলেন। সেইজন্যই SPM এর ওপর এত রাগ কম্যুনিস্টদের। বস্তুতঃ সুজন চক্রবর্তী যেভাবে বাংলা ভাগের বিরুদ্ধে মানুষকে mislead করেছেন, সেইভাবে দুই বাংলা এক করার ধ্বনি তুলে বাঙালী আবেগে সুড়সুড়ি দেওয়ার কাজ কম্যুনিস্টরা আগাগোড়াই করে এসেছে। অবিভক্ত বঙ্গপ্রদেশকে ইসলামিক বানানোর পরিকল্পনা নেহরু ও কম্যুনিস্টদের অর্কেস্ট্রেট...