হিন্দুবিদ্বেষী হিন্দু বাঙালী সুযোগ পাক হিন্দু পদবী ত্যাগ করার
হিন্দুবিদ্বেষী হিন্দু বাঙালীর কি হিন্দুসমাজ থেকে বেরিয়ে যাওয়ার একটি অপশন পাওয়া উচিত নয়? হিন্দু, মুসলমান বা খ্রীষ্টান নয়, কেবল একটি মানুষ হিসেবে বাঁচার অধিকার তাদের পাওয়ার কি অধিকার নেই? অবশ্যই থাকা উচিত। সেক্ষেত্রে অবশ্য তাদের পিতৃপুরুষের পদবী তাদের ছাড়তে হবে। কারণ পদবীর মধ্যে আছে না-জানি কত প্রাচীন তার ধর্ম-সাংস্কৃতিক পরিচিতি। তার আচরণ, বোধ, চিন্তনেও আছে তার সেই সংস্কৃতিরই প্রভাব। অর্থাৎ যে ধর্মের প্রতি তাদের বিদ্বেষ, সেই ধর্মের কাছেই তাদের ঋণ। ধর্ম মানে তো শুধু পুজোআচ্চা নয়, ধর্ম মানে শিক্ষা, সংস্কৃতি, অনুভূতি, উপলব্ধি, মনন। আজ যে হিন্দুধর্মের উদারতার শিক্ষায় বলীয়ান হয়ে হিন্দুধর্মের প্রতি আক্রমণাত্মক হচ্ছেন তাঁরা, এবং যারা যুগের পর যুগ ধরে হিন্দুধর্মকে শেষ করে দিতে চেয়েছে, চাইছে, পরোক্ষে তাদের হাত শক্ত করছেন, সেই হিন্দুধর্মের পরিচয় থেকে বেরিয়ে যাওয়ার একটি সুযোগ তাদের অবশ্যপ্রাপ্য। হিন্দু পরিচয়বাহী বিশ্বমানব বাঙালীর হিন্দুবিদ্বেষ যেহেতু সত্য, তাই এই বিশ্বমানবদের হিন্দু সমাজ থেকে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ দিয়ে দেখা উচিত তারা সে সুযোগ avail করে কি না। সরকার চ...