আত্মকথন
ক'দিন যাবৎ এই ফেসবুকে ঘাপটি মেরে অনেক শুনছি বিজেপি'র আই টি সেল নিয়ে চর্চা। এ বিষয়ে কিছু আলোকপাত করার উপায় আমার আছে। ভাবলাম এবার বরং একটু মুখ খুলি। তবে আসল প্রসঙ্গে আসার আগে একটু self-introduction ও দেব, যতটা প্রয়োজন। তাতে আশা করি আপনাদের সুবিধেই হবে। যদি এই self-introduction টা একটু বড় হয়ে যায়, দয়া করে মাপ করবেন। আসলে বয়স হয়েছে তো, intro একটু লম্বা হতে পারে। আমি মানুষটা খুব একটা নতুন নই, চার দশকেরও কিছু বেশি সময় ধরে বাস করছি এই পৃথিবীতে কিন্তু ফেসবুকে নতুন। ফেসবুকে আমার বয়স মাত্র চার মাস। এই বছরের এপ্রিল মাসেই ঢুকেছি এক বন্ধুর জোগানো উৎসাহে উদ্বুদ্ধ হয়ে। আমার কোন past political history নেই। ছাত্রজীবনে বা তার পরে আমি কোনদিন প্রত্যক্ষ বা পরোক্ষ কোন রকম রাজনীতিই করি নি। কারণ রাজনীতি আমার খুব loud, jarring লাগত। I used to think snobbish! ভাবতাম এদেশের রাজনীতি আমার কম্মো নয়। I'd learnt to be sober & felt politics to be very loud! মণ্ডল কমিশনের সময় আমি JU এর Engineering & Technology বিভাগের ছাত্রী। FETSU থেকে JU style প্রতিবাদ হয়েছিল, I was never a part...