পশ্চিমবঙ্গের বিক্রয়যোগ্য বামতৃণপন্থী বিদ্বজ্জন
এখানে যা লিখতে চলেছি, তার মধ্যে কেউ রাজনীতি বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য খুঁজবেন না, প্লিজ। এই কথাগুলো অনেকটা প্রলাপের মত, যা মাথা ও মন ছাপিয়ে গলগল করে এমন গতিতে বেরিয়ে আসছে যে সেই প্রলাপের কণ্ঠরোধ করে তার টুঁটি টিপে ধরতে আমি পারছি না। গত দু'দিনে মৃত্যু হয়েছে পশ্চিমবাংলার সঙ্গীত ও সংস্কৃতি জগতের দুই বিশিষ্ট মানুষের। দ্বিজেন মুখোপাধ্যায় ও নীরেন্দ্রনাথ চক্রবর্তী। যে আবেগ উথলে ওঠার কথা ছিল, কই, তেমন তো উঠল না! এমন তো নয় যে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠের ভক্ত আমি ছিলাম না! ওঁর ওই ভরাট, দরাজ কণ্ঠের অনায়াস, সুললিত স্বরক্ষেপনে মনের শান্তির গভীরে ডুব দিতে পারি নি, এমন অভাগা তো আমি নই। ওঁর কণ্ঠে "জাগো দুর্গা"র সুর ও বাণীতেই প্রতি বছর জেগে ওঠেন দশপ্রহরণধারিণী দুর্গা, এ বিশ্বাস আমার এবং আমার মত আরও অসংখ্য মানুষের। অথচ তা সত্ত্বেও ওঁর মৃত্যু সংবাদ মনের মধ্যে আবেগের সেই ঢেউ তুলতে পারল না কেন? কিংবা নীরেন চক্রবর্তী? কবির সহজ কথার কাব্য মনের মধ্যে তুলির হালকা আঁচড়ে ফুটিয়ে তুলেছে অদ্ভুত সব ছবি। সে সব কি ভুলবার! কবিরা তো জীবন্ত মানুষকেও হাজার বার নতুন জীবন দেন। নীরেন চক্রবর...