DA: দয়া না দায়
বহুদিন ধরে সরকারি কর্মচারীদের DA নিয়ে রাজ্যে বিতর্ক চলছে। রাজ্য সরকারি কর্মচারীদের DA বাকি আছে, মুখ্যমন্ত্রী দিতে রাজি নন। বর্তমানে মামলা হাইকোর্টে। কোর্টে রাজ্যের হয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল declare করেছেন যে সরকারি কর্মীদের DA নাকি কিছু বাকি নেই। অথচ এতদিন ধরে প্রচুর দাবী উঠেছে এবং দাবী রয়েছে যে DA বাকি আছে। তাহলে সত্যিটা কি? কৌতূহলের বশেই জানবার চেষ্টা করেছিলাম। আপনাদের সাথেও share করতে চাই। এটি রীতিমত একটি ছোটখাটো গবেষণা, তথ্য সংগ্রহ করেছি বিভিন্ন সরকারি সাইট থেকে যেগুলোর লিঙ্ক লেখার শেষে দেওয়া আছে। পুরোটা পড়লে বোঝা যাবে DA নিয়ে এই ডামাডোলের কারণ কি এবং তা কতটা যুক্তিসঙ্গত বা আদৌ যুক্তিসঙ্গত কিনা। প্রথমেই জানতে হবে, DA কি এবং কেন? DA বা Dearness Allowance হল মহার্ঘ্যভাতা। ধরা যাক আমার মাইনে আজ ১০০ টাকা। আজকের বাজারমূল্যের নিরিখে এই ১০০ টাকায় আমার সংসার চলে। কিন্তু আগামী বছর যদি Price Index বা মূল্যসূচক বদলে যায়, জিনিসপত্রের দাম বাড়ে, তখন জীবনযাত্রার মান exactly এক রেখে চললেও ১০০ টাকা আমার সংসারে কম পড়বে। অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ার পরেও যদি আমার মাইনে ১০০ টাকাতেই আটকে থা...