পশ্চিমবঙ্গ জিততে বিজেপিও কি শরণাপন্ন হবে রাজ্যের কৌশলী মুসলমান নেতৃত্বের?
রাজ্যের বিপন্ন গণতন্ত্র রক্ষার্থে ওঁরা করতে চলেছেন 'গণতন্ত্র বাঁচাও’ যাত্রা, commonly called ‘রথযাত্রা’। আর সাথে সাথে তার জবাবে এঁরা ঘোষণা করলেন ‘পবিত্র যাত্রা'। ওঁরা অর্থাৎ বিজেপি আর এঁরা অর্থাৎ তৃণমূল। অ্যান্ড্রয়েড ফোনে ‘পবিত্র’ শব্দটা type করার সঙ্গে সঙ্গে পরের শব্দের option এসে গেল কুরআন। Btw, এঁরা কি এই জন্যই ওঁদের রথযাত্রার জবাবী যাত্রার নাম ‘পবিত্র যাত্রা' দিয়েছেন? এঁরা কি রথযাত্রাকে একটা হিন্দু মিছিল বলে দাগিয়ে দিতে চেয়েছিলেন এবং সেই জন্যই নিজেদের যাত্রার নাম পবিত্র কুরআন বা পবিত্র ঈদুল ফিতর বা ইত্যাদির সঙ্গে সাযুজ্য রেখে ‘পবিত্র যাত্রা' দিলেন? কেন এই বিভেদ? বিভেদ সৃষ্টি হচ্ছে নানা ভাবে। এরাজ্যের কট্টর হিন্দুত্বপন্থীদের একটা অংশ বলছেন যে বিজেপিও এ রাজ্যে কংগ্রেসের সেক্যুলার পন্থাই নিচ্ছে।(এখানে 'সেকুলার' বলতে ছদ্ম-সেকুলারিজম বোঝাতে চাওয়া হচ্ছে।) এই কট্টর হিন্দুত্ববাদী বাঙালীদের অনেকেই কোনো এক কালে বামপন্থী ছিলেন। কিন্তু বামপন্থার ভণ্ডামি ও অন্তঃসারশূন্যতা অনুভব করে বামপন্থাবিমুখ হয়েছেন বলেই হিন্দুত্বের বিষয়ে বর্তমানে বেশি কট্টর এবং বিজেপি...