পশ্চিমবঙ্গে ভোট প্রহসন: পশ্চিমা ডিপ স্টেটের থাবা
পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফলাফল নিয়ে এ রাজ্যের তথা ভারতবর্ষের অন্যত্রও বহু মানুষ চূড়ান্ত হতাশ। গোটা ভারতবর্ষ যদি পারে তাহলে এ রাজ্য পারবে না কেন, এই প্রশ্নই হয়ত তাড়িয়ে ফিরছে সকলকে। অথচ 2021'এর নির্বাচনের পরে একটি ভিডিওর মাধ্যমে ফেসবুকে বলেছিলাম যে অন্য সব কিছু একই ভাবে চললে (i.e. every other factor remaining constant) বর্তমান শাসক দলকে ভোটে হারাতে বিজেপি কোনোদিনই পারবে না। বিজেপি এক্ষেত্রে বহু সহস্রাব্দ প্রাচীন বৈদিক তথা সনাতন ভারত সভ্যতার গরিমা উপলব্ধি করা তথা ভারতবোধ সম্পন্ন একখানি রাজনৈতিক দলের প্রতীক মাত্র। দলটি বিজেপি না হয়ে অন্য কোনো দলও হতে পারে যদি ভারতবোধ সম্পন্ন এ হেন নতুন কোনো দলের নব উত্থান হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের নকশালপন্থী শাসক দলটিকে ভোটে হারিয়ে ভারতপন্থী কোনো দল পশ্চিমবঙ্গে ক্ষমতালাভ করতে ততদিন পারবে না যতদিন পর্যন্ত ১) নির্বাচনী পদ্ধতি ২) গণনা পদ্ধতি ও ৩) রাজ্য প্রশাসন, এই তিন-ই অপরিবর্তিত থেকে যায়। অনেকে ভাবছেন রাষ্ট্রপতি শাসন জারি করে ক্রিমিনালদের জেলে পুরে কেন্দ্রীয় বাহিনী অথবা আর্মি দিয়ে ভোট হলেই বুঝি বা ফলাফল বদলাবে। বাস্তব হল, যদি রাজ্য প্রশাসন অপর...