চীনের দৈনিক হুমকি ভারতকে: কিন্তু কেন?

চীনের মুখপত্র গ্লোবাল টাইমস এবং তার এডিটর রোজ ভারতকে একটা করে হুমকি দিচ্ছে। প্রশ্ন হল, হুমকি কারা দেয়? যারা নিজেরা ভয় পায়, তারা। কিন্তু চীন আজ কেন ভারতকে ভয় পাচ্ছে? যাঁদের ইণ্ডিয়ান আর্মি সম্বন্ধে কোনোরকম first hand ধারণা আছে, তাঁরা জানবেন যে যুদ্ধ না করে এক স্কোয়ার ইঞ্চি জমিও ইণ্ডিয়ান আর্মি শত্রুকে ছাড়বে না। সহ্যই করবে না। গালওয়ান উপত্যকায় ঠিক কি হয়েছে, আমরা কেউ জানি না। তবে অফিসিয়ালি যুদ্ধ হয় নি, গোলাগুলি বিনিময় এখনও পর্যন্ত হয় নি, এটুকু নিশ্চিত। কিন্তু...

—মিডিয়ার একাংশের ও কংগ্রেসের উত্তেজনা ও গালাগালি দেওয়া দেখে
—চীনা মিডিয়ার তরফ থেকে ভারতকে ঘন ঘন হুমকি দেওয়া দেখে এবং 
—এত গালি খেয়েও প্রধানমন্ত্রীর cool atti দেখে
—আন্তর্জাতিক যোগ দিবস প্রোমোট করা দেখে 

স্পষ্ট বোঝা যাচ্ছে যে গালওয়ান উপত্যকায় যা-ই ঘটে থাকুক না কেন, চীনের জন্য ভালো কিছু ঘটে নি। মনে রাখা দরকার, রাফাল যুদ্ধবিমান কেনার আগেও কংগ্রেসী ও তাদের পেটুয়ারা এমনই লাফিয়েছিল। কংগ্রেস তখনই চেঁচায়, যখন ভারতের জন্য ভালো কিছু হওয়ার উপক্রম তারা আঁচ করতে পারে।

লক্ষণ বলছে, গালওয়ানে এমন কিছু ঘটেছে বা ঘটে চলেছে, যাতে চীন ও তার ভারতীয় দালালরা খুশি নয়। তা নাহলে মোদীকে বদনাম করার এত চেষ্টা তারা করত না। রাফাল কেনার আগেও এই একই তীব্রতার সঙ্গে মোদীকে বদনাম করার চেষ্টা তারা করেছিল। তবে কংগ্রেসের আচরণ থেকে আর একটা বিষয়ও আন্দাজ করা যায়। গালওয়ান উপত্যকায় ঠিক কি ঘটেছে বা ঘটছে, তা মাইনোও exactly জানে না।

এ বিষয়ে একটা কথা বলে শেষ করব। পি চিদম্বরম তাঁর বশংবদ সাংবাদিক রাজদীপ সারদেশাইয়ের কাছে সাক্ষাৎকারে বলেছেন যে চীনা দ্রব্য বয়কট করার ডাক দেওয়া ভারতের উচিত নয়। আবার চীনের মুখপত্র গ্লোবাল টাইমসের এডিটরও টুইট করেছেন যে ভারতের জাতীয়তাবাদ ভারতের ক্ষতি করছে। Now join the dots...

Comments

Popular posts from this blog

রথযাত্রা: কুমুদরঞ্জন মল্লিক

কোভিশিল্ড কাহিনী

SSC চাকরি বাতিল: যোগ্য - অযোগ্য বিভাজন আদৌ সম্ভব?

ও'গো' রাজনীতি