চীনে বাপের ব্যাথায় কাতর SFI

লাদাখ সীমান্তে ভারতীয় সেনা মারা গেল কেন— জানতে চাইছে SFI. ভারতীয় সৈন্যের মৃত্যুতে SFI এর খুব দুঃখ হয়েছে কি? কম্যুনিস্টরা কি খুব সেনাদরদী? তাহলে সেনা মৃত্যু নিয়ে তারা হঠাৎ শোকগ্রস্ত কেন? কারণ আছে। তাদের শোক মৃত বীর সেনানীদের জন্য নয়। তাঁদের প্রতিরোধেই SFI'এর চীনে বাপ আরও খানিক সাপটে নিতে পারে নি, সেইজন্য।

গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা মারা গিয়েছে কারণ ভারতীয় সেনা চীনের আনঅফিসিয়াল জমি দখলের প্রক্রিয়াকে প্রতিরোধ করেছে। চীনের প্র্যাকটিস হল একটু একটু করে খুবলে নেওয়া। আনঅফিসিয়ালি। যুদ্ধ না করেই। LAC মধ্যবর্তী এরিয়া অফ ডিফারেন্ট পারসেপশনকে একটু একটু করে গ্রাস করে নিয়ে চীনের সীমান্তকে প্রসারিত করাই হল এতকালের চীনে পদ্ধতি। কিন্তু ২০১৪'র পর থেকে সেসব আর হচ্ছে না। ডোকলামেও হয় নি, গালওয়ানেও না। ভারতীয় সেনাবাহিনী চীনকে আমাদের সীমান্ত থেকে আরও একটু খুবলে নিতে দেয় নি। প্রতিরোধ করেছে। ২০ জন বীর নিজেদের প্রাণ দিয়েছে, কিন্তু চীনকে ভারতের আরও একটু জমি সাপটে নিতে দেয় নি। SFI এর আদতে রাগ সেখানে। সেনা মারা গেল কেন প্রশ্ন করার মধ্য দিয়ে তাদের আদত প্রশ্ন হল, ভারতীয় সেনা চীনকে প্রতিরোধ করতে গেল কেন? অর্থাৎ ভারতীয় সেনা প্রতিরোধ না করলেই তো চীনে বাপ যা চাইছিল, তাই পেতে পারত! পেল না। তাই SFI এর রাগ। 

Comments

Popular posts from this blog

রথযাত্রা: কুমুদরঞ্জন মল্লিক

কোভিশিল্ড কাহিনী

নব্য কথামালা: শেয়াল ও সারসের গল্প

SSC চাকরি বাতিল: যোগ্য - অযোগ্য বিভাজন আদৌ সম্ভব?