শবরীমালা: বিতর্কিত প্রশ্ন ও উত্তর
মন্দিরে মানুষ যায় কেন? মন্দিরে অধিষ্ঠিত দেবতাকে ভালোবেসে, তাঁকে পূজা নিবেদন করতে! পূজা কাকে নিবেদন করে? যে দেবতার প্রতি বিশ্বাস আছে, যে দেবতার মূলভাবের প্রতি সমর্পণ আছে, তাঁকে। শবরীমালা আয়াপ্পার মূলভাবটি কি? ব্রহ্মচর্য, সংযম, কামিনী নারীর সংস্পর্শ পরিহার করে চলা। তাহলে reproductive age এর যে নারী লর্ড আয়াপ্পার এই ভাবটিকে সম্মান করেন, তিনি কি আয়াপ্পার প্রতি ভক্তি নিবেদন করতে তাঁর মন্দিরে ঢুকবেন? নাকি আয়াপ্পাকে ভালোবাসেন বলেই মন্দিরে ঢোকা থেকে বিরত থাকবেন? অবশ্যই দ্বিতীয়টা করবেন। কারণ যে নারী আয়াপ্পাকে ভক্তি করেন, তিনি তাঁর বিশ্বাসের জায়গা থেকেই শবরীমালা মন্দিরে হাজির হয়ে আয়াপ্পাকে বিরক্ত করতে চাইবেন না। শবরীমালায় তাঁর অনুপস্থিতিই তাঁর পূজা, আয়াপ্পার প্রতি তাঁর ভক্তির প্রদর্শন। তাহলে এ থেকে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে শবরীমালায় ঢুকতে চাইবে সেই মেয়েরাই, মন্দিরের দেবতার উপর যাদের আদৌ কোনো বিশ্বাস, ভক্তি বা সমর্পণ নেই। অর্থাৎ যারা আদৌ আয়াপ্পার ভক্তই নয়, তারা। তাহলে অভক্ত নারীর শবরীমালায় ঢোকার জন্য দড়িছেঁড়া হয়ে ওঠার কি প্রয়োজন? প্রয়োজন সম্ভবতঃ নিশ্চি...