গান্ধী 'মহাত্মা', গডসে মহান দেশপ্রেমিক: দুই-ই সত্য ইতিহাস
যাদবপুর ইউনিভার্সিটিতে চলছে ভারতীয় ইতিহাস কংগ্রেসের ৭৮ তম অধিবেশন যার উদ্বোধন হয়েছে গত বৃহস্পতিবার। প্রশ্ন ও তর্ক করার স্বাধীনতার সপক্ষে সওয়াল করেছেন ইতিহাসবিদরা। যেমন কৃষ্ণমোহন শ্রীমালি, ইরফান হাবিব, সুরঞ্জন দাস। কাটাছেঁড়া হয়েছে বিজেপি ও সঙ্ঘ পরিবারের নীতি নিয়ে। অভিযোগ উঠেছে যে সঙ্ঘ পরিবার ইতিহাস বিকৃত করতে চায়, নিজেদের পছন্দের তত্ত্ব অন্যের উপর চাপিয়ে দিতে চায়। একজন সচেতন নাগরিক এবং অ-বামপন্থী হিসেবে এই বিষয়ে আমারও কিছু বক্তব্য আছে। ছোটবেলা থেকেই তার্কিক, তাই আমার মতও তার্কিকতার ও প্রশ্ন করার স্বাধীনতার সপক্ষে। সেই তার্কিক দৃষ্টিকোণ থেকে বলতে চাই যে প্রথাগত উচ্চশিক্ষায় ইতিহাসের ছাত্রী না হলেও একটি বিষয় স্কুল লেভেলেই জেনেছিলাম। ইতিহাস বা History হল his story. আর এই he হল একজন সমসাময়িক common man. অর্থাৎ ইতিহাস হল একজন সাধারণ মানুষের দৃষ্টিতে তাঁর বা তাঁদের চোখের সামনে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনার ইমপ্যাক্ট। History'র এই সংজ্ঞা থেকেই স্পষ্ট যে ঐতিহাসিক তথ্য ও তত্ত্ব নিয়ে মতপার্থক্য ও মতবহুত্ব থাকবেই কারণ একই ঘটনা আলাদা আলাদা কমন ম্যান আলাদা আলাদা perspective থেকে ...